• আপডেট টাইম : 10/10/2022 05:07 PM
  • 445 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার বাইপাইল কাইচাবাড়ি এলাকায় রুপসী বাংলা পার্কে এ ঘটনা ঘটে।

পলমল গ্রুপের পোশাক কারখানার পিএম রফিকুল ইসলাম সফিক ও ইনপুট ম্যান জাহাঙ্গীর আলম ধর্ষণকাণ্ডে জড়িত। সহযোগিতা করেছেন ওই কারখানার এক নারী সুপারভাইজার।

ভিকটিম নারী জানান, তার কারখানার সুপার ভাইজার রোজিনা আক্তার তাকে গত বৃহস্পতিবার ঘুরতে যাওয়ার কথা বলেন। রাজি হলে তিনি আমাকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা বিসমিল্লাহ হোটেলের সামনে আসতে বলেন। সেখানে গিয়ে একটি হায়েস গাড়ি দেখতে পান। গাড়িতে উঠে দেখেন তার ফ্লোরের পিএম রফিকুল ইসলাম সফিক ও ইনপুট ম্যান জাহাঙ্গীর আলম রয়েছেন।

তিনি জানান, রফিকুল ইসলাম তাকে ইতোপূর্বে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাই তাকে গাড়িতে দেখে নেমে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রোজিনা তাকে নামতে দেননি। একপর্যায়ে বাইপাইলের পাশে রুপসী পার্কে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে মুখ খুললে তারা তাকে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় পরদিন আশুলিয়া থানায় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বসে থেকেও লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) নেয়নি পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি জানেন না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...