• আপডেট টাইম : 08/10/2022 08:05 PM
  • 379 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে র‌্যাবের অভিযানে ১৭৭ পিস ইয়াবা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে মিলন হাসান (৩১) ও রবিউল ইসলাম (২০) নামে ওই দু’জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে র‌্যাব। এরা কুমারখালী উপজেলার মধুরপুর কালিকাতলা গ্রামের নজরুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর কাবিলপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আজ শনিবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া র‌্যাব কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল জেলার কুমারখালী উপজেলার মধুপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলন হাসান ও রবিউল ইসলামকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্য ৪৪ হাজার ২৫০ টাকা বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...