কুষ্টিয়ার কুমারখালীতে র্যাবের অভিযানে ১৭৭ পিস ইয়াবা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে মিলন হাসান (৩১) ও রবিউল ইসলাম (২০) নামে ওই দু’জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে র্যাব। এরা কুমারখালী উপজেলার মধুরপুর কালিকাতলা গ্রামের নজরুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর কাবিলপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আজ শনিবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া র্যাব কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল জেলার কুমারখালী উপজেলার মধুপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলন হাসান ও রবিউল ইসলামকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্য ৪৪ হাজার ২৫০ টাকা বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।