• আপডেট টাইম : 05/10/2022 09:34 PM
  • 298 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালত পরিদর্শন করেছেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান। দেশের আদালতগুলোর বিচার কাজ তথা মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানোর লক্স্যে ৪৬টি জেলা আদালত পরিদর্শন করছেন হাইকোর্টের ১৭জন বিচারপতি। এরই আলোকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে আসেন। পরিদর্শনের অংশ হিসাবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালত পরিদর্শন করেন।

বিচারপতি মোস্তাফিজুর রহমান দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, দৌলতপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো. শাহীন রেজা, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ও দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সহ দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী ও মহররারগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...