কুষ্টিয়ার দৌলতপুরে বর্নাঢ্য নানা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, এ্যাড. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউলল করিম, বীর মুক্তিযোদ্ধা হয়াদার আলী এবং আব্দুস সোবহান সহ আওয়ামীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালানা করেন, দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান আতিক ও যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের কল্যান কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। দৌলতপুর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের অনুষ্ঠানে দৌলতপুরের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার নেতা-কর্মী ও সুধীজন অংশ নেয়। আলোচনা সভার আগে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপল¶ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ বৃদ্ধাশ্রমে মায়েদের মাঝে খাবার, মিষ্টি, নতুন কাপড় বিতরণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরে অবস্থিত উদয় মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে খাবার ও নতুন কাপড় বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ ২৭জন বৃদ্ধ মায়েদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়াও শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপল¶ে পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ, বৃক্ষরোপন সহ নানা কর্মসূচী পালন করছে কুষ্টিয়া ছাত্রলীগ।