• আপডেট টাইম : 22/09/2022 12:19 AM
  • 319 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ ব্রিজের উপর থেকে পদ্মা নদীতে ফেলে মুন্নী খাতুন (১০) এবং মুনসুর আলী (৫) নামে দুই শিশু সন্তানকে হত্যার দায়ে বাবা আব্দুল মালেক (৪২) কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. রেজাউল করিম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় প্রদান শেষে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডপ্রাপ্ত আব্দুল মালেক ভেড়ামারা উপজেলার বাহিরচর বারদাগ এলাকার আব্দুস সামাদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭আগষ্ট সকালে দুই শিশু সন্তান মুন্নী খাতুন এবং মুনসুর আলীকে সেলুনে চুল কাটানোর কথা বলে বাড়ী থেকে নিয়ে যায় তার বাবা আব্দুল মালেক। এরপর ভেড়ামারা লালন শাহ সেতুর মাঝখানে গিয়ে শিশু সন্তানদের হত্যার উদ্দেশ্যে পদ্মা নদীতে ফেলে দেয়। ঘটনার পরদিন সন্তানদের মা মমতাজ খাতুন বাদী হয়ে তারস্বা মী আব্দুল মালেকের বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করে।
মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ৭ ফেব্রæয়ারী মামলরা তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পরিদর্শক রিয়াজুল ইসলাম আসামীর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...