• আপডেট টাইম : 21/09/2022 03:26 PM
  • 440 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া বাঁশবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি কমান্ডার নায়েক মো. রুবেল এর নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৩/৫-এস সীমান্ত পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পাকুড়িয়া বাঁশবাগানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড উদ্ধার করে বিজিবি। যার সিজার মূল্য ৬০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...