• আপডেট টাইম : 20/09/2022 11:12 PM
  • 298 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের কৃষক কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় আপন ৫ ভাইয়ের সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১.৩০টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সালিমপুর গ্রামের মৃত বক্স মন্ডলের ছেলে দৈহিক প্রতিবন্ধী জানবার আলী (৬৬), গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬), আলাউদ্দিন (৫৩) এবং আব্দুল হান্নান (৫০)। রায় ঘোষণার পর আসামীদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কৃষক ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১-১২ জনের নামে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩১জানুয়ারী তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল হোসেন ১২জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সা¶্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
তবে এ মামলার রায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান আসামীপক্ষের কৌসুলি এ্যাড. সুধীর কুমার শর্মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...