• আপডেট টাইম : 27/08/2022 11:32 PM
  • 297 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নেওয়া মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানীর চেয়ারম্যান সহ ৮ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব সূত্র জানায়, সানরাইজ বিজনেস সার্ভিস লি. (এসবিএসএল) নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানী সদস্যরা গ্রাহকদেরকে অধিক মুনাফার লোভ দেখিয়ে ১০কোটির অধিক টাকা আত্মসাত করে পালিয়ে যায় পালিয়ে যায়। এতে কোম্পানির প্রতারণার শিকার হয়ে নিঃ¯^ হয়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সদর উপজেলার বহলবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমএলএম কোম্পানীর চেয়ারম্যান সহ প্রতারক চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, কুমারখালী উপজেলার হাসান আলী (২৮), আব্দুল হান্নান (৪৩), মোস্তফা রাশেদ পান্না (৪৭), আইয়ুব আলী (২৮), হাফিজুর রহমান (২৮), ইমরান হোসেন (২৮) এবং এমএলএম কোম্পানীর চেয়ারম্যান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চরআউশিয়া গ্রামর সাজ্জাদ হোসেন (২৯) ও কোম্পানীর এমডি একই জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের মহসিন আলী (৩১)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...