• আপডেট টাইম : 27/08/2022 11:29 PM
  • 348 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে সরকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলার না হয়েও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার বিক্রয়ের অপরাধে সাহাবাস আলী (৪৫) নামে এক অবৈধ সার ব্যবসায়ীর ১লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুর ১টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী অবৈধ সার ব্যবসায়ী সাহাবাস আলীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এসময় দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। দন্ডিত অবৈধ সার ব্যবসায়ী সাহাবাস আলী একই গ্রামের মৃত সামছের আলীর ছেলে।
উল্লেখ্য, সারের ডিলার এবং সাব-ডিলারদের অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জন¯^ার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...