কুষ্টিয়ার ভেড়ামারা মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় রাজিব আহমেদ (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। রাজিবের শরীরের ৮০ ভাগ অগ্নিদগ্ধ হয়েছিল। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছিল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত রাজিব দফাদার ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। তার বাড়ি দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এবং সে শাজাহান আলীর ছেলে। এ নিয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হলো। আগুনে দগ্ধ হয়ে রিমন ও বিদ্যুত নামে আরো দু’জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধিন রয়েছেন। তাদের অবস্থাও শংকামুক্ত নয়।
রাজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান। তিনি জানান, ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় রাজিব রোববার ভোরে মারা গেছেন। এনিয়ে ৩জনের মৃত্যু হলো।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, নিহতের ঘটনায় কেউ অভিযোগ না করায় কোন মামলা হয়নি। জেলা প্রশাসকের নির্দেশে ঘটনার তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় কারো সংশ্লিষ্টতা বা গাফিলতি প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে ট্যাংকি থেকে তেল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সাহাজুল ও বিজয় নামে দু’জন তেল ক্রেতা। তাদের বাড়িও দৌলতপুরের দিঘলকান্দি গ্রামে।
এদিকে নিহত রাজিবের মরদেহ রোববার বিকেলে আমদহ গ্রামে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশেরে সৃষ্টি হয়। পরে বাদ এশা আমদহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।