• আপডেট টাইম : 14/06/2022 01:08 PM
  • 437 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার দলীয় কোন সংসদ সদস্য কুমিল্লা সিটি নির্বাচনে হস্তক্ষেপ করছেন না। একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার নির্বাচনী এলাকায় থাকতেই পারেন। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা সেটিই দেখার বিষয়। যদ্দুর জেনেছি ওই সংসদ সদস্য তাঁর নিজ বাড়িতেই অবস্থান করেছেন। তাঁকে পদত্যাগ কিংবা বহিস্কার করার মত কোন যৌক্তিকতা নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে কুমিল্লা সিটি নির্বাচনে সরকারদলীয় একজন সংসদ সদস্য নির্বাচনকে প্রভাবিত করছে বিএনপি’র এমন অভিযোগ প্রসঙ্গে এসব কথা বলেন হানিফ।
হানিফ বলেন, বিএনপি’র সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই। সে কারনেই ইস্যূ খুঁজে বেড়াচ্ছে তারা।
তত্ত¡াবধায় সরকারের সাথে শেখ হাসিনার আপোষ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত¡াবধায়ক সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি অবৈধ সরকারের সাথে আপোষ করেননি বলেই তাঁকে কারাগারে যেতে হয়েছিল। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন পরে। অতএব আপোষ কারা করেছিল তা দেশবাসী জানেন।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...