• আপডেট টাইম : 11/06/2022 11:31 PM
  • 354 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ধান ও চালের বাজার নিয়ন্ত্রনে অভিযান চালিয়েছে বাজার মনিটরিং টিম। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে মনিটরিং টিম অভিযান চালায় দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। চারটি মিলে অভিযান পরিচালনা করে দু’টি মিলে অসংগতি মেলে। গ্রাম সরকার ও ভিআইপি অটো রাইস মিলে অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের চাল উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা করে একলক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহীম হোসেন জানান, অনুমোদন ছাড়াই ভিআইপি এবং গ্রাম সরকার রাইস মিলে বিভিন্ন ব্র্যান্ডের চাল উৎপাদন করা হচ্ছিল। যা অবৈধ। এ অভিযোগে দু’টি রাইস মিলে ৫০ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...