• আপডেট টাইম : 10/06/2022 12:55 PM
  • 467 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বিয়ে করেছেন মাত্র সাত মাস, এই সময়ে স্বামীকে হারিয়ে শোকে পাথর সাবিনা (মাঝে)
নারায়ণগঞ্জে কাজ করার সময় মিক্সার মেশিনের ভেতরে পড়ে মো. রাজু দেওয়ান (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সোয়া ৫টার দিকে রূপগঞ্জের তারাবোর সাঈদ মার্কেটে নোমা কনজ্যুমার ফ্যাক্টরি লি: নামে একটি কোম্পানিতে এই ঘটনা ঘটে।


নিহতের গ্রামের বাড়ি নওগাঁয়। তিনি রূপগঞ্জের তারাবোতে স্ত্রী সাবিনাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সাত মাস আগে তার বিয়ে হয়।

নিহতের সহকর্মী হারুন অর রশীদ বলেন, ঘটনার সময় আমরা মেশিনে ডিটারজেন্ট পাউডার তৈরি করছিলাম। এসময় অসাবধানতাবশত মেশিনের ভেতরে পড়ে যান রাজু। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...