যশোরের বাঘারপাড়ায় এক শ্রমিককে হত্যার পর তার চোখ উপড়ানো ও বিশেষ অঙ্গ কেটে ফেলা হয়েছে। রোববার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নকিম উদ্দিন (৬০) বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন।
স্থানীয় ও পুলিশ জানায়, গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য ৩ জন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন বেনজির আহম্মেদ। এরমধ্যে একজন রোববার (২৯ মে) বিকেলে চলে যান। বাকি দুইজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে কৃষক বেনজিরের বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েন।
সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক (বেনজির) গিয়ে দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে যেয়ে দেখেন চোখ উপড়ানো ও বিশেষ অঙ্গ কাটা অবস্থায় নকিম উদ্দিন পড়ে আছেন। অপরজন পালিয়ে গেছেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ধরার জন্য অভিযান চলছে।