• আপডেট টাইম : 12/05/2022 06:44 PM
  • 409 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে রনি রহমান নামে এক অবৈধ সার ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান এ জরিমানা বা অর্থদন্ড দেন।
ভ্রম্যমান আদালত সূত্র জানায়, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর উপর দৌলতপুরে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় কোন ধরনের লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা, অতিরিক্ত দামে সার বিক্রয় করাসহ নানা অভিযোগ ও বৈধ কাগজ পত্রাদি উপস্থাপন করতে না পারায় ২০০৬ (সংশোধিত ২০১৮) আইনের ৮(২) ধারায় দৌলতপুর থানা বাজারে রনি রহমান নামে একজন সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে দৌলতপুর উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন এবং তিনি মোবাইল কোট পরিচালনায় প্রসিকিউশন দেন। জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...