আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা, বাঙালির চলার শক্তি এবং প্রতিবাদের হাতিয়ার। বাংলা সাহিত্যকে সর্ব প্রথম বিশ্ব সভায় উপস্থাপন ও পরিচিত করেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর গান, কবিতা আজও মানুষকে বিমোহিত করে। রীবন্দ্রনাথ ছিলেন বাঙালীর অসাম্প্রাদায়িক চেতনার বাতিঘর, মহান কাব্যিক ও প্রবাদ পুরুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনন্ত কাল ধরে বাঙালীর চেতনায় মিশে থাকবে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় বাংলা সাহিত্য সৌধের কালজয়ী প্রতিভা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপল¶ে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয় পর্যায়ে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজন ৩দিন ব্যাপী অনুষ্ঠানের ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলী সহ অনেক কাব্যগ্রন্থ এই কুঠিবাড়ীতে বসেই রচনা করেছিলেন। তার কাব্য ও কবিতা নিয়ে আজ দেশে-বিদেশে গবেষণা চলছে। এ কারনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কুষ্টিয়াসীর গর্ব ও অহংকার। ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ এরকম অসাধারন যে কবিতা ও কাব্য তা পৃথিবীর অন্য কেউ লিখতে পারেননি। তার এসব কাব্য রচনা গোটা জাতির মধ্যে ছড়িয়ে দিয়ে গোটা জাতিকে শুদ্ধ করে তুলতে হবে।
তিনি বলেন, বিশ্বের সব প্রখ্যাত লেখক সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ একটি উজ্জল নক্ষত্র। তৎকালিন সমাজের অসহায়দের প্রতি শোসন, নীপিড়ণ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবিগুরু প্রতিবাদ করেছেন তাঁর লেখার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ছিলেন এক জীবনে অনন্ত জীবন। বাঙালী জাতির জন্য তিনি তাঁর লেখনিতে অসীম সম্পদ রেখে গেছেন। যা চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে। কবিগুরুর স্মৃতিকে সারা জীবন বুকে ধারন করেই জাতির জনকের সোনার বাংলা গড়ার ¯^প্ন পূরনে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার মধ্য দিয়ে কবিগুরু বাঙালির আবেগ-অনুভূতি, চিন্তা-চেতনায় মিশে গেছেন। আসুন রবীন্দ্রনাথের চেতনায় বিশ্বাসী হয়ে একটি অসাম্প্রাদায়িক বাংলাদেশ গড়ে তুলি। হিংসাবিদ্বেশ ভুলে গিয়ে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। তাহলেই কবিগুরুর ¯^প্ন বাস্তবায়ন হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজিজুল হক। আলোচক হিসেবে আলোচনা করেন বোধদয়’র সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক এ্যাড.লালিম হক এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক আবৃতিকার আলম আরা জুঁই। ¯^াগত বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আলোচনা সভার বিরতির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অন্যদিকে গ্রামীণ মেলায় স্টলগুলোতে হস্ত ও কুটির শিল্প ছাড়াও বিভিন্ন সামগ্রী বেচাকেনা চলেছে পুরোদমে। এতে গ্রাম-বাংলার নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র আর হস্ত ও কুটির শিল্পসহ রকমারী পণ্যের সমাহারে ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল মেলা প্রঙ্গনে। শিলাইদহের এসব আয়োজনকে ঘিরে ২য় দিনেও ছিল মানুষের উপচেপড়া ভিড়। উৎসবের আমেজে দুর-দুরান্ত থেকে আগত এসব নারী-পুরুষের পদচারনায় মুখরিত হয়ে উঠে কুঠিবাড়ী চত্বর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাতুন নাহার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল ইসলাম ও কনক চৌধুরী।