• আপডেট টাইম : 27/04/2022 05:13 PM
  • 474 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে মতিন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির আঙিনার পুকুর পাড়ে বিষাক্ত সাপে কামড় দিলে তার মৃত্যু হয়। সে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মৃত এসেম আলীর ছেলে ও সে পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিল।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রাতে মতিন মোবাইল ফোনে কথা বলতে বলতে তার বাড়ির আঙিনায় পুকুর পাড়ে যায়। এসময় বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে সে চিৎকার দেয়। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে রশি দিয়ে পা বেঁধে ওঝাকে ডাকে। ওঝা ঝাড় ফু চিকিৎসা দেবার পর মতিনের অবস্থার অবনতি হলে তাকে কুমারখালী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মতিনকে রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, সাপের কামড়ে মতিন নামে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। পরিবারের সম্মতিতে তাকে দাফনের

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...