কুষ্টিয়ার দৌলতপুরে দিনমজুরের এক ছেলে এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর নতুন চরপাড়া গ্রামের ¶ুদ্র সবজি ব্যবসায়ী দিনমজুর আব্দুর রাজ্জাকের ছেলে সবুজ আহমেদ কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। খুশির এ খবরে এলাকায় আনন্দের বন্যা বইছে। খুশিতে আত্মহারা সবুজের বাবা মা সহ পরিবারের লোকজন। গ্রামবাসীর পক্ষ থেকে মিষ্টি বিতরণও করা হয়েছে।
দৌলতপুর উপজেলার বৈরাগীরচর নতুন চরপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের ৭ সন্তানের মধ্যে সুবজ আহমেদ চতুর্থ। সে বাড়ির পাশে নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে দৌলতপুরে দ্বিতীয় হয়েছিলে। জেএসসিতে গোল্ডেন এ প্লাস, বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতেও গোল্ডেন এ প্লাস পায় এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস অর্জন করে। গত ১লা এপ্রিল মেডিকেল ভর্তি পরী¶ায় অংশ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়। দরিদ্র পিতা মাতার সন্তান সবুজ হোসেন একজন বড় চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চাই। সবুজ হোসেন সবার দোয়া চেয়েছেন।