সুনামগঞ্জের ছাতকে বালুর স্তূপ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৭ এপ্রিল দুপুরে উপজেলার টুক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে বালুর স্তূপে কাজ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে স্তূপ ধসে দুই শ্রমিকের ওপর পড়ে । অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।