• আপডেট টাইম : 21/03/2022 10:48 PM
  • 528 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিপণ আদায়ে আলোচিত জাহাঙ্গীর হোসেন মুকুল সহ ৩জন হত্যার অভিযোগে ৩ জনকে আমৃত্যু ও ৭জনকে যাবজ্জীবন কারাদন্ড সহ অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুর ১.৩০টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম অধিকাংশ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে পুলিশের পাহারায় আসামিদের জেলাকারাগারে প্রেরণ করা হয়।
আমৃত্যু সাজা প্রাপ্ত আসামীরা হলেন দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকার কামাল হোসেনের ছেলে ওয়াসিম রেজা (পলাতক), ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার কাটদাহ গ্রামের আলী জোয়ার্দ্দারের ছেলে মানিক জোয়ার্দ্দার (পলাতক), দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের মৃত নুরু বিশ^াসের ছেলে হোসেল রানা।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার বালিদাপাড়া মশান গ্রামের খোরশেদ আলীর ছেলে ইদ্রিস ওরফে মোটা জসিম (পলাতক), খন্দকার রবিউল ইসলামের ছেলে খন্দকার তৈমুল ইসলাম বিপুল (পলাতক), নুর বিশ^াসের ছেলে ফারুক চেয়ারম্যান, কুষ্টিয়া সদর উপজেলার মতিমিয়া রেলগেট চৌড়হাস এলাকার খন্দকার মোছাদ্দেক হোসেন মন্টু’র ছেলে উল্লাস খন্দকার, উদিবাড়ী আমিরুল ইসলামের ছেলে মনির (পলাতক), পূর্ব মজমপুরের মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে বিপুল চৌধুরী, দৌলতপুর উপজেলার পচা ভিটা গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা। একইসাথে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের রায় দেন বিচারক। এছাড়াও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে আরো ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা যায় জাহাঙ্গীর হোসেন মুকুল ঢাকা মহানগরের মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুলের মাকেটিং ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। এসয় সুমী নামে এক মেয়ের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। আর এ সুযোগকে কাজে লাগিয়ে আসামিরা ২০০৯ সালে ২৩ অক্টোবর বিকালে জাহাঙ্গীরকে প্রলোভন দিয়ে ডেকে নিয়ে অপহরণ করে দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামে আটকিয়ে রাখে। পরে জাহাঙ্গীরের পরিবারের সদস্যদেরকে মোবাইল ফোনের মাধ্যমে ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা পাওয়ার পর ২০০৯ সালের ২৫ নভেম্বর রাতে আসামিরা জাহাঙ্গীর হোসন মুকুলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে চরশালিমপুর হিসনা নদীর পাড়ে ফারুক চেয়ারম্যানের জমিতে পুঁতে রাখে।
এ ঘটনায় ২০০৯ সালের ২ ডিসেম্বর দৌলতপুর থানায় জাহাঙ্গীর হোসন মুকুলের বড় ভাই ইলিয়াচ কবির বকুল বাদী হয়ে ১৬জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা তদন্তকালে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর হোসেন মুকুল ও শালিমপুর কবরস্থান থেকে আরো ২জনের মরদেহ উদ্ধার করে। তাদেরকে একইভাবে হত্যা করে লাশ গুম করে আসামিরা।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সা¶ীদের সা¶্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেন আদালত।
উপরোক্ত আসামীদের বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা আছে বলে আদালত উল্লেখ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...