• আপডেট টাইম : 18/03/2022 02:17 PM
  • 473 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে পিকআপ ও সিএনজির সংঘর্ষে দিপু চন্দ্র (৩৫) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ডিমবোঝায় পিক-আপ বিপরীত দিক কুষ্টিয়া থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্রের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মিরপুর মশান বাজারের নিকট পিকআপ-সিএনজি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। তার মরদেহ কুষ্টিয়া হাসসপাতালে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...