• আপডেট টাইম : 18/02/2022 01:27 AM
  • 396 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন ও চিলমারী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান। মতবিনিময় সভায় দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সহ উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যাবৃন্দ, ্ইউপি সদস্যগণ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমে ১৮ বছরের উর্দ্ধে যারা এখনও প্রথম ডোজ টিকা গ্রহণ করেননি তাদের আগামী ২৬ তারিখের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণের আবাহন জানান। একইসাথে তিনি এ কার্যক্রমকে সফল করতে চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
আগামী ২৬ ফেব্রয়ারি দৌলতপুরসহ সারা দেশে একযোগে এ গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নের ৩টি কেন্দ্রে এ টিকা গ্রহণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...