কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫৩-১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৪১বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী ক্যাম্পের কমান্ডার এসকে সিনা এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার সবুর সিকদার। ১০.১০টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।