• আপডেট টাইম : 08/02/2022 04:06 PM
  • 775 বার পঠিত
  • সফিউল, গাজীপুর
  • sramikawaz.com

সমস্যা সমাধানে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসতে মালিকের গড়িমসি অভিযোগ শ্রমিকদের। গাজীপুর এর ভোগড়া, বাসন এলাকায় অবস্থিত ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড এর শ্রম অসন্তোষ নিরসনে একাধিকবার সময় ¶েপন করেছে মালিক। প্রতিবাদে ৭ই ফেব্রæয়ারি-২০২২ ইং সন্ধ্যা ৬ টার দিকে কারখানার সামনে শ্রমিকদের বি¶োভ।

উল্লেখ্য যে, ৬০ দিনের অধিক সময় ধরে লে- অফে রাখা হয়েছে পোশাক কারখানাটি । সর্বশেষ ২ ফেব্রæয়ারি ২০২২ তারিখের মালিক প¶ের দেয়া নোটিশ অনুযায়ী গতকাল ৭ ফেব্রæয়ারি তৃপ¶ীয় বৈঠকের মাধ্যমে চুরান্ত ভাবে সমাধানের কথা থাকলেও বৈঠকে বসেনি মালিক প¶। বার বার সময় পেছানোকে শ্রমিকদের সঙ্গে প্রতারনা করার কৌশল বলে মনে করছেন শ্রমিকরা। গত-১১নভেম্বর থেকে আজ পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের লে-অফে রাখছেন মালিক।
এ বিষয়ে ঐ প্রতিষ্ঠানের শ্রমিক জাকির হোসেন বলেন, মালিক আমাদের সাথে প্রতারনা করছেন লে- অফের অল্প মজুরী পেয়েছি তা দিয়ে আমাদের জীবন-জীবিকা চলে না, তাও আবার সময়মত পাইনি।
মালিকের তালবাহানায় ¶োভ জানিয়ে বিভিন্ন ফেডারেশনের নেতারা বলেন, একাধিকবার পাওনা পরিশোধের সময় ¶েপন করেছে মালিক কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা সরকারী প্রতিষ্ঠানগুলোর নিরব ভূমিকায় শ্রমিকদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। তাই শ্রমিকরা পথে নামার আগেই সমস্যা সমাধানের উদ্দ্যেগ গ্রহন করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...