• আপডেট টাইম : 03/02/2022 11:48 PM
  • 370 বার পঠিত
  • এম এ শাহীন
  • sramikawaz.com

ফতুল্লা কায়েমপুর এলাকার ফকির নীটওয়্যারের মামলায় আরো ১২ জন শ্রমিক জামিন পেয়েছেন। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন নিয়েছেন। আসামীদের পক্ষে আদালতে জামিন শুনানি করেন এড, মুকুল ঘোষ। মামলা তদারকি করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র পক্ষ থেকে জেলা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম বাবুল। জামিন প্রাপ্তরা হলেন- মোঃ সেলিম মিয়া, রুকন মিয়া, অনিক হাসান মেহেদী, রাজু আহম্মেদ, মোঃ অন্তর মিয়া, মিজানুর রহমান (১), মোহন, সাইফুল, তাহমিনা আক্তার, নিজু, মিজানুর রহমান (২) ও ফরহাদ হোসেন।

উল্লেখ্য ফকির নীটে গত ২০২০ সালের মে মাসে শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করে। সেই আন্দোলনে কারখানা ভাংচুর ও কর্মকর্তাদেরকে মারধরের অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ তৎকালীন সময়ে অজ্ঞাত নামা ১৫০ থেকে ২ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১১ (৫) ২০২০। সেই সময়ে ছাঁটাইকৃত ১২০ জন শ্রমিকের চাকুরি পূর্নবহাল নতুবা আইনগত পাওনাদী পরিশোধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা টানা দুই মাস আন্দোলন করার পর কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের নেতৃত্বে থাকা সংগঠন 'গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র' নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের সাথে আলোচনার করে সংকট সমাধান করেন। এক'ই সাথে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে কর্তৃপক্ষ সেই কথা রাখেনি। ফলে ফতুল্লা মডেল থানা পুলিশ ৯৮ জন শ্রমিকের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট প্রেরণ করেন। আদালত শ্রমিকদের উপস্থিতি না পেয়ে তাদের নামে ওয়ারেন্ট জারি করেন। শ্রমিকরা পুলিশী হয়রানির শিকার হয়ে ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট 'খ' অঞ্চল নারায়ণগঞ্জ আদালতে হাজির হয়ে ১২ জন শ্রমিক আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এর আগে গত ২৫ জানুয়ারি ১৮ জন ও ২৭ জানুয়ারি ১৭ জন শ্রমিক জামিন নিয়েছেন। মিথ্যা মামলায় শ্রমিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রমিক নেতারা অবিলম্বে মামলা থেকে শ্রমিকদের অব্যাহতি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...