• আপডেট টাইম : 29/01/2022 05:50 PM
  • 537 বার পঠিত
  • এস.এইচ সোহাগঃ
  • sramikawaz.com

 গাজীপু‌রের কোনাবাড়ী‌তে জয়‌দেবপুর-টাঙ্গাইল মহাসড়‌কে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাই‌কেল আ‌রো‌হী নিহত হ‌য়ে‌ছে।

শ‌নিবার ২৯ জানুয়ারী দুপুরের দি‌কে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় কড্ডা ব্রী‌জের উপর মটরসাই‌কেল নিয়ন্ত্রন হা‌রি‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত আবদুল কাদির (৩২)নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির সন্তান। এবং কাজল মিয়া (৩৬) একই এলাকার মৃত শাহ নেওয়াজ খা‌নের সন্তান


পুলিশ জানায় মোটরসাইকেল আরোহী দুইজন আজ দুপুরের দিকে চন্দ্রা থেকে বাড়ী যাওয়ার উদ্দেশ্য গাজীপুর চৌরাস্তার দিকে আসতেছিলো। হঠাৎ কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ব্রী‌জের উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে যায় এতে ঘটনাস্থলেই উভ‌য়ের মৃত্যু হয়।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহতের মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...