• আপডেট টাইম : 23/01/2022 07:55 PM
  • 389 বার পঠিত
  • মহিউদ্দিন রুবেল
  • sramikawaz.com

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২০২১ এর জানুয়ারি-নভেম্বর সময়ের মাসিক বাণিজ্য তথ্য প্রকাশ করেছে। OTEXA-এর তথ্য অনুযায়ী, ঐ সময়ে ২০২০ এর একই সময়ের তুলনায়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল এবং পোশাক আমদানি ৩০.৬৮ % বৃদ্ধি পেয়েছে, যেখানে সমগ্র বিশ্ব থেকে তাদের আমদানি বেড়েছে ২৫.৪৩% ।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক আমদানি বাজার চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে চীনের শেয়ার ২৪%। ২০২১ এর ঐ সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানী বৃদ্ধি পেয়েছে ২৭.২৯% । অন্যদিকে, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি পেয়েছে ১২.৭৩% । অন্যান্য যে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের আমদানী উল্ল্যেখযোগ্য হারে বেড়েছে সেগুলো হল পাকিস্তান ৫৯.৩০%, হন্ডুরাস ৪৭.১০%, ভারত ৩৫.৪৭% এবং মেক্সিকো ২৯.৬৭%।

মহিউদ্দিন রুবেল, পরিচালক, বিজিএমইএ

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...