• আপডেট টাইম : 10/01/2022 11:28 PM
  • 431 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রোলারের ধাক্কায় মুন্না আকতার (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে রোলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুন্নার বাড়ি পঞ্চগড়ের নালিয়াডাংগীর দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম। প্লাস্টিকের ব্যাগ তৈরির কোম্পানিতে কাজ করতেন মুন্না।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মুন্না তার কারখানায় কাজ করছিলেন, এ সময় হঠাৎ রোলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে সেখানেই মারা যায় মুন্না।

কারখানায় মেশিনের রোলারগুলো অরক্ষিত থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কোম্পানির একাধিক শ্রমিক।

কোম্পানির অ্যাডমিন ম্যানেজার আবু রায়হান জানান, কোম্পানির ভিতর দুর্ঘটনায় মুন্না গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...