• আপডেট টাইম : 09/01/2022 05:46 PM
  • 487 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৫নং ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের ঝুড়ি মার্কার সমর্থনে আজ ৯ জানুয়ারি ২০২২ বিকাল ৪.৩০ মিনিটে উত্তর র‌্যালী বাগানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর র‌্যালী বাগান সমাজ উন্নয়ন সংসদের নেত্রী শাহনাজ বেগমের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন জিমখানা সমাজ উন্নয়ন সংসদের আহŸায়ক মোঃ দেলোয়ার হোসেন, দক্ষিন র‌্যালী বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক হাজী মুরাদ হোসেন, দক্ষিন র‌্যালী বাগানা বর্জ্য ব্যবস্থাপনা কমিটির নেত্রী মুন্নী আক্তার, শাহীনা মনি, উপস্থিত ছিলেন আনন্দ দাস, মোঃ হানিফ, মোঃ হোসেন, সাত্তার মিয়া, বিজয় দাস, পিংকী চৌধুরী, অনীতা প্রমুখ।

বৈঠকে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডেও মধ্যে আমিই সবচেয়ে ভাগ্যবান কাউন্সিলর। কারন আমার নির্বাচনে কোন টাকা খরচ করতে হয় না। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি নির্বাচন করেছি, আপনাদের ভোটে দুই বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার পোস্টার, লিফলেটসহ নির্বাচনী প্রচারনার সমস্ত খরচ আপনারা দিয়েছেন। আমাকে নিয়ে প্রশ্ন উঠেছে, অপপ্রচার করা হচ্ছে আমি একাধিক ফ্ল্যাট ও সম্পদের মালিক। আমি হলফ করে বলতে চাই যদি আপনারা প্রমান দেখাতে পারেন আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আর যদি আমার সততা ও নীতিতে অটুট থাকার প্রমান পান তবে আগামী সিটি নির্বাচনে আমাকে ঝুড়ি মার্কায় ভোট দিয়ে আবারো কাউন্সিলর নির্বাচিত করে ১৫নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...