• আপডেট টাইম : 15/12/2021 06:56 PM
  • 462 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

মৃত্যুর কারণ উদঘাটনের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাতের তত্বাবধানে অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ উত্তোলনের কাজ শুরু করা হয়। সেখানে খুলনা মহানগর পুলিশের খানজাহানআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ও মৃত্যুর ঘটনার তদন্ত কর্মকর্তা শাহরিয়ার হাসান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারস্বা,স্থ্য বিভাগের প্রতিনিধি, ড. সেলিম হোসেনের বাবা মোঃ শুকুর আলিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কবর থেকে অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ উত্তোলনের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। ১ ডিসেম্বর ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ গ্রামের বাড়ীতে দাফন করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবি জানান কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা।এছাড়াও কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিচুর রহমানেরস্বা ক্ষর করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়। তাতে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে। এরপরিপ্রেক্ষিতে খুলনা মহানগর পুলিশের খানজাহানআলী থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান মরদেহ কবর থেকে উত্তোরণ ময়নাতদন্তের জন্য খুলনা জেলা প্রশাসকের কাছে আবেদনকরেন। আবেদনের প্রে¶িতে কবর থেকে মরদেহ উত্তোলন শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়।
এই ঘটনাকে হত্যাকান্ড বলে অভিযোগ করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছে ড. সেলিমেরস্ব জন এবংএলাকাবাসী।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...