• আপডেট টাইম : 12/12/2021 12:56 PM
  • 520 বার পঠিত
  • মঞ্জুরুল ইসলাম, আশুলিয়া
  • sramikawaz.com

শ্রমিক আওয়াজে খবর প্রকাশিত হওয়ার পর আহত শ্রমিক আব্দুল্লাহ ক্ষতিপূরণ বুঝিয়ে দিলো আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ রোড অবস্থিত বানদো ডিজাইন লি. কারখানা।


চিকিৎসা খরচ ও আইনানুগ পাওনা বাবদ আব্দুল্লাহকে ৪০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।


আব্দুল্লাহ জানান, ‘অন্যায়ভাবে আমাকে মারধর করে আহত করেছিল বানদো ডিজাইন কারখানার সহকারী প্রডাকশন ম্যানেজার। এরপর অসুস্থ হয়ে বাসাতে বাসাতে অবস্থান করছিলাম। কারখানায় বার বার গিয়েও পাওনা দিচ্ছিলো না। বিষয়টি নিয়ে শ্রমিক আওয়াজ পত্রিকা রিপোর্ট প্রকাশ করলে কারখানা কর্তৃপ¶ আমাকে মোবাইল ফোনে ডাকাডাকি শুরু করে। অবশেষে সুপারভাইজারকে বাসায় পাঠায় আমি যেন কারখানায় গিয়ে পাওনাদি নিয়ে আসি। এরপর আলোচনার মাধ্যমে কারখার প্রশাসনিক কর্মকর্তা সাহারুল ইসলাম আমাকে পাওনাদি বুঝিয়ে দিয়েছেন। এর আগে কারখানা কর্তৃপ¶ চিকিৎসা বাবদ ৭৫০০ টাকা দিয়েছিল। আমি শ্রমিক আওয়াজ পত্রিকার কাছে কৃতজ্ঞা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...