যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া ডিসি কোর্ট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ভাস্কর্যেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।