• আপডেট টাইম : 09/12/2021 07:40 PM
  • 365 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতে না বলি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপল ক্ষেআজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান। মুখ্য আলোচক ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম। ¯^াগত বক্তব্য রাখেন দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্য¶ আবু সাইদ মো. আজমল হোসেন। বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী ঐশি মেহেজাবিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম। আলোচনা সভায় অতিথিবৃন্দ দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আলোচনা সভার আগে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...