• আপডেট টাইম : 09/12/2021 03:07 PM
  • 383 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপল ক্ষেবুধবার দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। সকাল ৮টায় রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা রফিকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র‌্যালি শেষে বীর মুক্তিযোদ্ধাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পালু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ সুধীজন এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। আলোচনা সভায় বীর মক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...