• আপডেট টাইম : 30/11/2021 03:12 AM
  • 618 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা বিল্লাল হোসেনের ভোট বর্জনের সিদ্ধান্ত ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো নাটক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর কাছে নিশ্চিত পরাজয় জেনে ভোট শুরু হওয়ার মাত্র একঘন্টার মধ্যে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হওয়ার পরেও বিল্লাল হোসেনের এমন ঘোষণা যা ছিল সবার কাছে হাস্যকর ও পূর্ব পরিকল্পিত।
দৌলতপুরে রোববার ভোট উৎসবের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাঁধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা দৌলতপুরের ইতিহাসে বিরল। সকাল ৮টার আগেই প্রতিটি ভোট কেন্দ্রে লাইনে দাড়িয়ে যায় শত শত নারী পুরুষ। বিকাল ৪টা পর্যন্ত প্রায় একই ভাবে স্ব তস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেয় তারা। অথচ ভোট শুরু হওয়ার ঘন্টা না যেতেই দৌলতপুর বিএনপি যুগ্মসম্পাদক বিল্লাল হোসেন নিজ বাড়িতে বসে হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবার কাছে হাস্যকরে পরিণত হয়। আবার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাসহ অনেকে মন্তব্য করেছেন, বিল্লাল হোসেনের ভোট বর্জনের নাটক নতুন না। এরআগেও একই নাটক মঞ্চস্থ্য করেছে। হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এমন নাটক করেছেন বিল্লাল হোসেন এমন মন্তব্যও করেছেন অনেকে। আবার অনেকে বলেছেন, ভোট যতই সুষ্ঠ ও নিরপেক্ষ হোক তাতে বিল্লাল হোসেনের কিছু যায় আসেনা। কারন সাজানো নাটক ছিল তার পূর্ব পরিকল্পিত। ভোট বর্জনের পরও বিল্লাল হোসেন ৪৬৭৭ ভোট পেয়েছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট হওয়ার কারণে ভোট বর্জনের পরও তিনি এমন সংখ্যক ভোট পেয়েছেন, যা সাধারণত হওয়ার কথানা। আর এতেই প্রমান হয় বিল্লাল হোসেনের ভোট বর্জনের নাটক ছিল সাজানো ও পূর্ব পরিকল্পিত। তবে বিল্লাল হোসেনের ভোট বর্জনে ঘোষণা গণমাধ্যম কর্মীসহ সর্বসাধারণ গুরুত্বের সাথেই আমলে নেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...