• আপডেট টাইম : 28/11/2021 11:45 PM
  • 387 বার পঠিত
  • ফয়েজ উল্লাহ
  • sramikawaz.com

সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস দেয়ার বিধান কর, নিরাপদ সড়ক চাই স্বা,ভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের দাম কমাও, বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর প্রগতিশীল ছাত্র জোটের স্মারকলিপি পেশ।

আজ (২৮ নভেম্বর ২০২১) বেলা ১২টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ পরবর্তি মিছিল সচিবালয়ে এসে পরিবহন এবং সেতু মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি, প্রগতিশীল ছাত্র জোটের সমš^য়ক মোঃ ফয়েজ উল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) নেতা প্রগতি বর্মনসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেমন প্রভাব পরেছে, তেমনিক্ষতিগ্রস্থ হয়েছে শিস্ষার্থীরাও। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অন্যদিকে করোনা মহামারির ফলে মানুষের অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে।
এছাড়াও সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা না হলে বৃহত্তর হুশিয়ারী দেওয়া হয় সমাবেশ থেকে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...