• আপডেট টাইম : 27/11/2021 09:17 PM
  • 802 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ভোটের মাত্র ১২ ঘন্টা আগে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ফিরোজা খাতুন (৬০) মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দৌলতপুর হাসপাতালে তিনি মারা যান। মৃত ফিরোজা খুতন দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের তুফান আলীর স্ত্রী এবং দৌলতপুর ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা অসনের মেম্বর পদপ্রার্থী ছিলেন। ফিরোজা খাতুনের মৃত্যুতে সাধারণ ভোটার ও শুভাকাক্সখীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ফিরোজা খাতুনের পরিবার সূত্রে জানাগেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মেম্বর প্রার্থী ফিরোজা খাতুন তার বক মার্কা প্রতীকে ভোট চেয়ে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা খাতুন মারা যান। রোববার সকালে তার দাফন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...