• আপডেট টাইম : 24/11/2021 02:35 AM
  • 452 বার পঠিত
  • মোঃ হাসান আলী
  • sramikawaz.com

গার্মেন্টস শিল্পে এটা সবচেয়ে বড় এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এ অগ্নিকাণ্ডে নিহত হয় প্রায় ১১৪ জন শ্রমিক, আহত হয় ২০০ জনের অধিক শ্রমিক। অগ্নিকাণ্ডের সময় তালা আটকানো ছিলো গেটে,যার কারণে শ্রমিকরা চেষ্টা করেও বাঁচতে পারে নাই।

এটা কোনো দূর্ঘটনা না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, ৯ বছর পার হয়ে যাচ্ছে এখনো সঠিক বিচার হয়নি, নিহতের পরিবাররা পায়নি সঠিক ক্ষতিপূরন,আহত শ্রমিকরা পায়নি ভালো চিকিৎসা, পাইনি কর্মক্ষেত্র কোন কাজ , মানবেতর জীবন যাবন করছেন তাজরীনের আহত শ্রমিকরা।

আমরা নিহত শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত শ্রমিকের পূর্ণবাসন করার জন্য দাবি জানাচ্ছি,তাজরীনের মালিক খুনি দেলোয়ার ও অন্য আসামিদের শাস্তির দাবি জানাচ্ছি।

#শ্রমিকদের ক্ষতিপূরণ,
আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...