• আপডেট টাইম : 23/11/2021 02:51 AM
  • 419 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম মতবিনিময় করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা নির্বাচন অফিসার মো. আনিসুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম আজমসহ রিটার্নিং অফিসারবৃন্দ। এসময় জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম উপস্থিত প্রিজাইডিংসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৮ নভেম্বরের দৌলতপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাঁধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে যা যা করার প্রয়োজন তা করবেন, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করা হবে। এরআগে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মো. খাইরুল আলম দৌলতপুর কলেজে পৌঁছালে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান তাদের ফুল দিয়ে বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...