• আপডেট টাইম : 22/11/2021 12:57 PM
  • 543 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক কোনাবাড়ি (গাজীপুর )
  • sramikawaz.com

 

আইনি পাওনা পেলেন গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত এমএম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক সোলায়মানা।  

সোলায়মান এমএম নীটওয়্যার লিমিটেড কারখানায় ২০১০ সালের ৮ অক্টোবর তারিখে যোগদান করে কাজ করে আসছিলেন।

কারখানা কর্তৃপক্ষ তার অনাদায়ী যাবতীয় পাওনাদি পরিশোধ না করায় তা আদায়ের জন্য বিজিএমইএ 'তে গত ২৩অক্টোর তারিখে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর মাধ্যমে একটি অনুযোগ পত্র /অনুলিপি দাখিল করেন।

অনুযোগ পত্রের /অনুলিপির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ এবং ফেডারেশন মধ্যস্থায় আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতা হয়। কারখানা কর্তৃপক্ষের নিকট থেকে সমুদয় বকেয়া মজুরি, অর্জিত ছুটির মজুরি ও সার্ভিস বেনিফিট সহ যাবতীয় পাওনা বাবদ এক লাখ ৯০ হাজার ৯৭৯ টাকা কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক জেট বাংলাদেশ তা মাধ্যম হিসেবে আজ পরিশোধ করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...