• আপডেট টাইম : 21/11/2021 01:53 AM
  • 469 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেছেন, আগামী ২৮ নভেম্বরের দৌলতপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাঁধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যা যা করার প্রয়োজন তা সব করা হবে। ভোটাররা নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে অথবা যাকে খুশি তাকে ভোট দিবেন, তবে আপনাদের অবশ্যই নির্বাচন আচরণ বিধি মেনে চলতে হবে। উপস্থিত প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনী প্রচার প্রচারনার ক্ষেত্রে আপনারা নির্বাচনী যে আচরণ বিধি শুনেছেন তা মেনে চলবেন। ভোটের দিন ভোটাররা রাস্তায় উঠে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিগ্নে ভোট দিবেন, এর কোন ব্যত্যয় ঘটবে না। পার্শ্ববর্তী মিরপুর ও ভেড়ামারা উপজেলায় গত ১১ নভেম্বর যেভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, অনুরুপ দৌলতপুরেও সেভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এনিয়ে উৎকন্ঠিত হওয়ার কিছু নেই। শনিবার বিকেল ৫টায় দৌলতপুরে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এসব কথা বলেন। দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে কু্িষ্টয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। দৌলতপুরের ১৪ ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যার ভোট যাকে ইচ্ছা ভোটাররা তাকে দিবে, এদিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এসময় তিনি প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি মেনে চলার আহŸান জানান এবং নির্বাচন অবাঁধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার ¯^ার্থে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথা বলেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত বক্তব্য তুলে ধরেন, জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান। সভায় ¯^াগত বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরএম সেলিম শাহ্ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ও দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনসহ রিটার্নিং অফিসারবৃন্দ। দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভায় দৌলতপুরের ১৪ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্ব›দ্বী সকল চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে প্রার্থীরা অবাঁধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে মতামত ব্যক্ত করেন। তবে মথুরাপুর ইউনিয়নে প্রতিদ্ব›দ্বী ¯^তন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ওরফে নাড়– হাজী আহত অবস্থায় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তার ওপর নৌকার প্রার্থীর হামলার ঘটনা বর্নণা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লে উপস্থিত সকলে হতবাক হোন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...