কুষ্টিয়ার দৌলতপুরে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিষ্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিদ্ব›িদ্ব দুই মেম্বর বা সদস্য প্রার্থী সালামত ও আব্দুল হান্নানের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিষ্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে লিপ্তরা পালিয়ে যায়। সংঘর্ষে অন্তত দুইজন আহত হলে পলান (৪৫) নামে একজন কে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের ঘটনার বিষয়ে পিয়ারপুর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ লালু বলেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।