• আপডেট টাইম : 16/11/2021 07:41 AM
  • 648 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার দৌলতপুরে পাখি ভ্যানে চাপায় ফাতেমা নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ফাতেমা দৌলতপুর খানপাড়া এলাকার পুলিশ সদস্য আসাদুল হকের মেয়ে।


দৌলতপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পাখিভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়া তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।


দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের পুলিশ সদস্য আসাদুল হক সম্প্রতি দৌলতপুর খানপাড়ায় বাড়ি করে সেখানে বসবাস করেন। বর্তমানে তিনি পাবনা জেলার ফরিদপুর থানায় কর্মরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...