• আপডেট টাইম : 16/11/2021 12:51 AM
  • 724 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে চেয়ারম্যাান প্রার্থী হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলার মরিচা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাহিদুল ইসলাম জাহিদকে আওয়ামী লীগকে বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশাহ এমপি ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন স্ব¯ক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাহিদকে লেখা এ সম্পর্কিত চিঠিতে উল্লেখ বলা হয়েছে, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয় ধাপের নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের দলীয় প্রার্থীকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন প্রদান করা হয়েছে। আপনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলের পক্ষ হতে অনুরোধ জানানো সত্বেও আপনি প্রত্যাহার করেন নাই। সে কারণে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার উপধারার ১১ অনুযায়ী ৮/১১/২১ তারিখের আওয়ামী লীগের দৌলতপুর উপজেলা শাখার কার্যানির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে প্রাথমিক সদস্য পদ হতে বহিস্কার করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...