• আপডেট টাইম : 15/11/2021 12:51 AM
  • 341 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ৯টায় কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির আয়োজনে ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্বরে আলোচনা সভা শেষে ডিজিটাল নিবন্ধন এর উদ্বোধন করা হয়। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। ¯^াগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রখ্যাত হৃদ রোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ড. এস আর খান, বারডেমের ডাইরেক্টর ফারুক আজম খান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল মোমেন প্রমূখ। এই প্রথম কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া শুরু হলো। এতে করে ডায়াবেটিক সেবার মান রোগীদের দৌড়গোড়ায় পৌছে যাবে বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...