• আপডেট টাইম : 09/11/2021 02:23 AM
  • 478 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার প্রদান করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে কৃষকদের মাঝে সরকারী প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের কৃষকগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সওেয়ার জাহান বাদশাহ উপস্থিত কষকদের মাঝে বীজ ও সার তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ৯হাজার ৭’শ ৯০জনকে কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। এদের মধ্যে ৩ হাজার জনকে ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৩হাজার ২৫০ জনকে ২ কেজি ভুট্টা, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৮৫০ জনকে এক কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। ৩০০ জনকে এক কেজি সূর্যমুখী, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ১৫০জনকে ১কেজি শীতকালীন পেঁয়াজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ১হাজার ৬৭০ জনকে মসুর ডাল, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ১২০জনকে ১কেজি চিনাবাদাম, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ২৫০ জনকে ১ কেজি মুগডাল, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ২০০ জনকে ১ কেজি খেসারি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...