দ্বিতীয় দিনের মত কুষ্টিয়াতে চলছে পরিবহন ধর্মঘট। হঠাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন দুপাল্লার যাত্রীরা। হালকা যানবাহনে আন্ত:রুটে যাত্রীরা চলাচল করলেও দুপাল্লার যাত্রীরা পড়েছেন বেকায়দায়। আজ শনিবার সকাল থেকে ভিড় বেড়েছে রেল স্টেশনে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছে কুষ্টিয়ার পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে ঢাকা কোচসহ দুরপাল্লা ও আন্ত:জেলার সকল রুটে বাসহ সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ডিজেলের দাম কমানো বা ভাড়া বৃদ্ধির বিষয়ে ঘোষণা না আাসা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা মটোর শ্রমিক ইউনিয়নের নেতারা।