• আপডেট টাইম : 26/10/2021 04:26 PM
  • 753 বার পঠিত
  • মঞ্জুরুল ইসলাম, জামগড়া (আশুলিয়া)
  • sramikawaz.com

আগুন আতঙ্কে হুড়াহুড়ি করে বের আসে আশুলিয়ার আয়েশা গার্মেন্টস কারখানা। পরে কারখানাটি ছুটি ঘোষণা করে। আজ ২৬ অক্টোবর দুপুরের আশুলিয়া জামগড়া অবস্থিত আয়েশা ক্লোথিং লিমিটেড (পলমল গ্রুপের) কারখানায় এমন ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, দুপুরের খাবার শেষে আড়াইটার দিকে আমরা যখন কাজে দুপুরের খাওয়ার শেষে কাজে যোগদান করি হঠাৎ ফায়ার এ্যালার্ম বেজে ওঠে। আমরা আতংকিত হয়ে কাজ ফেলে তড়িঘড়ি করে কারখানার সিড়ি দিয়ে বাইরে চলে আসি।আমরা বাইরে বের হওয়ার সময় নীচতলা ওয়াশ সেকশন থেকে ধোয়া বের হচ্ছিল। অন্য আরেকজন শ্রমিক আকবর জানান, বয়লার মেশিনের মটর থেকে আগুনে সুত্রপাত হয় এবং অল্প সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কিছু শ্রমিক কাজে যোগদান করে আবার অনেকে বাসায় চলে যায়। তবে কোন শ্রমিক আহত হয়েছেন, এমন কোন তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...