• আপডেট টাইম : 22/10/2021 02:43 AM
  • 363 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ উৎপাদনে সহায়তা করুন’ এইশ্লোগানে কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান ও দৌলতপুর থানার এস আই খাইরুজ্জামান। পদ্মা নদীর হাটখোলাপাড়া, মানিকেরচর, হবিরচর, বৈরাগীরচর ও চকরাজাপুরসহ বিভিন্ন এলাকায় অভিযানে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হলে পরে তা নদীপাড়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টেবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষন, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ পদ্মা নদীতে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...