• আপডেট টাইম : 14/10/2021 12:51 PM
  • 633 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলু মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলার গান্না ফুলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মোল্লা কোটচাদপুর উপজেলার তালসার হাজিপাড়া গ্রামের জাফর মোল্লার ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম বলেন, সকালে ফজলু মোল্লাসহ কয়েকজন শ্রমিক কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস তাদের নসিমন গাড়িকে ধাক্কা দেয়। এতে নসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফজলু মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় সদরের গান্না ফুলবাজার এলাকায় এক শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...